parbattanews

পানছড়ি সাঁওতাল পাড়া লোকনাথ সেবাশ্রমে পাজেপ সদস্য খগেশ্বর ত্রিপুরা

SABA PIC
নিজস্ব প্রতিবেদক :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সাঁওতাল পাড়া লোকনাথ মন্দিরে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী বাবার আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীমদ ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল সাঁওতাল পাড়া শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম পরিচালনা কমিটি।

সোমবার দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য গীতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী, পানছড়ি উপজেলার কৃতি সন্তান ৪নং লতিবান ইউপি সাবেক ৩বারের নির্বাচিত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা।

এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন উন্নতির শিখরে। তিনি আরো বলেন, খাগড়াছড়ির উন্নয়নের কারিগর স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা পাহাড়ের সর্বত্রই ছড়িয়েছেন উন্নয়নের আলো। তাছাড়া জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর আন্তরিকতার কথাও তুলে ধরেন।

তিনি সেবাশ্রমের উন্নয়ন কল্পে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। সেবাশ্রমের সাধারণ সম্পাদক কাজল দেবনাথ এ টাকা গ্রহন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব প্রমুখ।

Exit mobile version