parbattanews

পানছড়ি সানরাইজের কোমলমতিদের বনভোজন

নিজস্ব প্রতিনিধি, পানছড়ি:

ঐতিহ্য হারানো পানছড়ি হর্টিকালচার সেন্টারটি আজ মুখরিত ছিল সানরাইজ কিন্ডার গার্টেনের কোমলমতি শিশুদের কলকাকলিতে। ফুটে থাকা বাহারী ফুল, লিচু তলার দক্ষিণা হাওয়া, সারিবদ্ধ আম্রফলি বাগান আর হরেক রকম ফল-ফলাদির বাগানটি ছিল তাদের পদচারনায় প্রাণ চাঞ্চল্য।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আয়োজিত বার্ষিক বনভোজনে অতিথি হয়ে আসেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় প্রধান অলি আহমদ, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান রফিকুল ইসলাম বাবুল, নালকাটা উচ্চ বিদ্যালয় প্রধান আনিছ দত্ত চাকমা, প্রেসক্লাব সভাপতি নূতন ধন চাকমা ও সানরাইজের প্রধান মনোয়ারা বেগম।

বিভিন্ন খেলাধুলা, র‌্যাফেল ড্র আর নাচে নাচে মঞ্চ মাতিয়ে তোলে ক্ষুদে ক্ষুদে শিশুরা। বিশেষ করে সমাপ্তি চাকমার নৃত্য ছিল নজর কাড়া। বিদ্যালয় শিক্ষক জালাল হোসেনের সঞ্চলিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে জয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয় অতিথিরা।

ফলাফলের দিক দিয়ে উপজেলা সেরা সানরাইজের এ প্রাণবন্ত আয়োজটির ভূয়শী প্রশংসা করেন অতিথিরা।

Exit mobile version