parbattanews

পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর

কোভিড-১৯ মোকাবেলায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

সোমবার ( ১ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

যার মাঝে ছিল এয়ারকন্ডিশনার, অক্সিজেন সিলিন্ডার, পালস অক্সিমিটার, অক্সিজেন কনসিনটেটরসহ আঠারো রকম সামগ্রী। এতে সার্বিক সহায়তা করেছে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅফারেশন এজেন্সি (জাইকা)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমার সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।

ইউজিডিপি’র পানছড়ি উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিলেটর টিন্টু চাকমার সঞ্চলনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী অরুন কুমার দে, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ৩নং পানছড়ি ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন ও ঠিকাদার উত্তম দেব।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়নের লক্ষে আরো কিছু সামগ্রী হস্তান্তরের অপেক্ষায় বলে (ইউজিডিপি) সূত্রে জানা যায়।

Exit mobile version