পানছড়ি হর্টিকালচার সেন্টারে পতাকা উড়ে শুধু জাতীয় দিবসে

Horiculture Pic copy

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার হর্টিকালচার সেন্টারে অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। দীর্ঘ বছর ধরে এ সেন্টারে পতাকা উত্তোলন না করার প্রথা চালু রয়েছে বলে অফিস কর্মচারীদের সাথে আলাপকালে জানা যায়। সরেজমিনে পানছড়ি হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায়, আগের ঐতিহ্য এখন আর নেই। পানছড়ির সাবেক এই পিকনিক স্পট এখন যেন ভুতুড়ে বাড়ি।

এলাকাবাসীরা জানায়, এই সরকারী প্রতিষ্ঠানটিতে আমরা কখনো জাতীয় পতাকা উত্তোলন করতে দেখেনি। অথচ ৬/৭জন কর্মচারী সকাল ১০টার দিকে অফিস করতে আসে আর বেলা ১টার দিকে বন্ধ করে যে যার মত চলে যায়।

পানছড়ি হর্টিকালচার সেন্টারের অতিরিক্ত দায়িত্বে থাকা ফিল্ডম্যান রিপন দেবনাথের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানায়, আমরা কখনো এখানে পতাকা উত্তোলন করি নাই। শুধুমাত্র জাতীয় দিবসগুলোতেই উত্তোলন করা হয়।

সরকারী কোন নিষেধাজ্ঞা আছে কিনা জানতে চাইলে তিনি এ ব্যাপারে জানেন না বলে জানান। অতিরিক্ত দায়িত্বে থাকার আগেও তিনি এ সেন্টার দীর্ঘ বছর ফিল্ডম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। অত্র প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্বে থাকা উদ্যান তত্ববিদ মুলসানা আফরোজ মাতৃত্বকালীন ছুটিতে থাকায় এ ব্যাপারে কথা বলা যায়নি।

পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলাউদ্দিন শেখ জানায়, সরকারী প্রতিষ্ঠানে অফিস চলাকালীন জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিক জানায়, অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা কেন উত্তোলন করা হয়না এ বিষয়ে আমার আগে জানা ছিলনা। এ ব্যাপারে তিনি দেখবেন বলে পার্বত্য নিউজকে জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন