parbattanews

পানিবন্দী পরিবারগুলোর জন্য শুকনো খাবার বিতরণ

কক্সবাজারের পেকুয়ায় পানিবন্দী ও বন্যাকবলিত পরিবারের জন্য শুকনো খাবার বিতরণ করেছেন ইউএনও মো. মোতাছেম বিল্যাহ।
শুক্রবার (৩০জুলাই) সকাল ১০টায় তিনি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকায় এসব খাদ্য  সামগ্রী বিতরণ করেন।
গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে পেকুয়ার কয়েক শতাধিক পরিবার। শুক্রবার সকালে পানিবন্দী হওয়া এসব এলাকা সমূহ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি)।
এ ছাড়াও তিনি পেকুয়া সদর ইউপিতে ৩শত, শিলখালী ইউনিয়নে ১১শত, বারবাকিয়া ইউনিয়নে ৬শত ও মগনামা ইউনিয়নে ২শত পরিবারসহ সর্বমোট ২২শত পরিবারের মাঝে এ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা প্রশাসন এসব  ত্রাণ সামগ্রী তুলে দেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাছেম বিল্যাহ বলেন, কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে পেকুয়ার কয়েক শতাধিক পরিবার। পানিবন্দী হয়ে অসহায়ত্বের দিন পার করছেন তাঁরা। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে পেকুয়া উপজেলার সদর ইউনিয়ন, শিলখালী, বারবাকিয়া ও মগনামা ইউনিয়নের সর্বমোট ২২শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
Exit mobile version