পারিবারিক কলহের জেরে শিশু সন্তানসহ পিতার বিষপান

fec-image

পারিবারিক কলহের জের ধরে রাঙামাটির কাউখালীতে নিজে তিন বোতল বিষপান করে দশ বছরের শিশু সন্তানকেও খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ান সৈয়দ আহাম্মদ (৫০)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় কাউখালীর সীমান্তবর্তী রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

বিষাক্ত কীটনাশকের যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন পিতা, একই যন্ত্রণায় আরেক দিকে কাতরাচ্ছেন শিশু সন্তান হাবিব। হাসপাতালের বারান্দায় বিলাপ করে কাঁদছেন স্ত্রী শিল্পি আক্তার।

আহতের চাচাতো ভাই ইকবাল জানান, বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকাল তিনটায় বাড়ি থেকে সামান্য দূরে পুকুরের পাড়ে বসে সৈয়দ আলম ও তার শিশু সন্তান হাবিবকে পানি পান করতে দেখেন। পরে তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কীটনাশকের গন্ধ পেয়ে তার সন্দেহ হয়। কথা বলার এক পর্যায়ে দুজনেই বমি করা আরম্ভ করে। পরে এলাকার লোকজনসহ তাদের উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। দীর্ঘ দুই ঘণ্টা চেষ্টার পর কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় দু’জনকেই চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

আহত সৈয়দের স্ত্রী সাবেক মহিলা মেম্বার শিল্পি আকতার এ বিষয়ে কোন কথা বলতে না চাওয়ায় বিস্তারিত কিছু জানা যায়নি।

এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাউখালী, বিষপান, শিশু সন্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন