parbattanews

‘পার্বত্যাঞ্চলকে নিরাপদ আশ্রয়স্থল মনে করে কোন সন্ত্রাসী যেন লুকিয়ে থাকতে না পারে’

miting-copy

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিরাপদ আবাসস্থল মনে করে দেশের বিভিন্ন এলাকা হতে সন্ত্রাসী, জঙ্গিরা এসে যেন এ অঞ্চলে ঘাঁটি করতে না পারে সেজন্য এলাকার সর্বস্তরের লোকদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সোমবার কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা এবং সন্ত্রাস, নাশকতা ও জঙ্গীবাদ বিরোধী বিষয়ে জনমত গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সর্বস্তরের লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ তাদের আলোচনায় উপরোক্ত মতামত প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মো: হারুন, সাংবাদিক ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য কবির হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, ওসি রঞ্জন কুমার সামন্ত, জহিরুল আনোয়ার(ওসি), বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার সামছুল হক, ইউপি সদস্য প্রকৌশলী আব্দুল লতিফসহ প্রমুখ।

আইনশৃঙ্খলা সভায় সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, স্থানীয় গোয়েন্দাসংস্থার প্রতিনিধি, স্কুল প্রধান, ইমামসহ সর্বস্থরের লোকজন উপস্থিত থেকে মতামত প্রকাশ করে।

Exit mobile version