parbattanews

পার্বত্যবাসীর জীবন ও জীবিকা রক্ষার্থে রাঙামাটিতে রোববার মহাসমাবেশের ডাক

o 1DSC_0010_Fotor copy

নিজস্ব প্রতিনিধি:

পার্বত্য এলাকার বিভিন্ন খুন, গুম, চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদের রোববার (১৪ মে) রাঙামাটির শহরের জিমনেশিয়াম প্রাঙ্গণে মহাসমাবেশের ডাক দিয়েছে পার্বত্যবাসীর জীবন ও জীবিকা রক্ষার্থে মহাসমাবেশ প্রস্তুতি কমিটি।

সমাবেশ উপলক্ষ্যে শনিবার দুপুরে রাঙামাটি চেম্বার অব কমার্স’র মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের  আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্যবাসীর জীবন ও জীবিকা রক্ষার্থে মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম মুন্না। এসময় আরও উপস্থিত ছিলেন সমাবেশ প্রস্তুতি কমিটির নেতা নুরজাহান বেগম, জাহাঙ্গীর কামাল, এড. পারভেজ তালুকদার, কাজী জালোয়ার, মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য এলাকার বর্তমানের চিত্র সকলের কাছে পরিচিত, প্রতিনিয়ত এ এলাকায় বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এ সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সকল পার্বত্যবাসীকে সাথে নিয়ে এ মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এ সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য জোর দাবি জানানো হবে, যদি এতে কোন প্রকার সৎ উত্তর না আসে, তবে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান নেতৃবৃন্দ।

Exit mobile version