parbattanews

পার্বত্যাঞ্চলের উন্নয়নে আঞ্চলিকদলসহ জাতীয়দলের সহযোগিতা প্রয়োজন: বীর বাহাদুর

Bandarban mp pic-12.6
স্টাফ রিপোর্টার:
বান্দরবানের রুমায় কোটি টাকা ব্যয়ে সুপিয় পানি প্রকল্পের ভিত্তি প্রস্থরের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি এ প্রকল্প কাজের ভিত্তি স্থাপন করেন।

এ প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলায় দীর্ঘ দিনের পানি সংকট নিরসন হবে বলে আশা করেন স্থানীয়রা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুমা বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ আহমেদ, জেলা পরিষদের সদস্য কাজী মজিবর রহমান, রুমা উপজেলা চেয়ারম্যান অং থোয়াই চিং মারমা, নির্বাহী অফিসার কাজী মো. সালেহসহ সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে বীর বাহাদুর বলেন, পার্বত্য অঞ্চলে উন্নয়নের জন্য আঞ্চলিকদলসহ জাতীয়দলের সহযোগিতা প্রয়োজন। আগামী প্রজন্মকে উন্নত জীবন দিতে উন্নয়নের প্রয়োজন। এ ক্ষেত্রে বিরোধীতা করলে উন্নয়ন কর্মকাণ্ড পিছিয়ে যাবে। পার্বত্য শান্তি চুক্তির ধারাবাহিকতা বজায় রেখে ভূমি সমস্যাসহ সকল ধারা গুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।

এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪ কোটি টাকা ব্যয়ে আরো ৮টি প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বীর বাহাদুর এমপি।

Exit mobile version