parbattanews

পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করছে সেনাবাহিনী

দীঘিনালা প্রতিনিধি:

পার্বত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মমুখী শিক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করেছে সেনাবাহিনী। ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে, কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি ড্রাইভিং কাম অটো মেকানিক কোর্সে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষ হয়েছে।

গত মঙ্গলবার দীঘিনালা জোনে ড্রাইভিং কাম অটো মেকানিক কোর্সে অংশ গ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ তুলে দেন, দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর রাফি হায়দার চৌধুরী।

প্রশিক্ষণ সনদ হাতে পেয়ে উখিল ত্রিপুরা(১৯) জানান, দীর্ঘদিন যাবৎ কোন কাজকর্ম করতে পারছিলাম না। কোথাও কোন প্রকার কাজের সুযোগ পাইনি। এখন প্রশিক্ষণ পেয়ে ভালো লাগছে। সেনাবাহিনীর উদ্যোগটি খুবই প্রশংসনীয়।

এসময় উখিল ত্রিপুরা, সজিব ত্রিপুরা কেনিয় ত্রিপুরাসহ তিন জনের মাঝে সনদ বিতরণ করা হয়।

এসময় দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক মেজর রাফি হায়দার চৌধুরী জানান, অন্যান্য জেলার চাইতে পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠি এখনো অনেক পিছিয়ে আছে। তাই তাদের এগিয়ে নেয়ার জন্য ২৪ পদাতিক ডিভিশনের উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Exit mobile version