parbattanews

পার্বত্যাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে দেশি-বিদেশী ও স্থানীয় এনজিওদের কাজ করার আহ্বান জানালেন নিখিল কুমার চাকমা

RHDC Picture-29-09-13-01

আলমগীর মানিক, রাঙামাটি:
পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের সামাজিক, অর্থনৈতিক স্বচ্ছলতা ও ভাগ্য উন্নয়নে দেশী-বিদেশী ও স্থানীয় এনজিওদের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি‘সহ সকল মৌলিক চাহিদা নিরসনে সরকারের পাশাপাশি এনজিওদের ভুমিকা আরো বাড়ালে তবেই এ অঞ্চলের উন্নয়ন আরো বেশী ঘটবে। তিনি বলেন, জেলায় কোন এনজিও কি কি প্রকল্পের মাধ্যমে কি কার্যক্রম নিয়ে কাজ করছে তার স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নে এনজিও সভার সদস্যদের সম্যক ধারণা লাভের জন্য এখন থেকে প্রতিটি মাসিক সভায় ১টি  নির্ধারিত এনজিও তাদের নিজস্ব কার্যক্রম এর তথ্যাবলী উপস্থাপন করবে।  

আজ ২৯ সেপ্টেম্বর রোজ রোববার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত পরিষদের সম্মেলন কক্ষে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ এর যৌথ উদ্যোগে পরিচালিত ক্যাপাসিটি ডেভেলাপমেন্ট এর  উন্নয়ন কর্মকর্তা অর্নব চাকমার পরিচালনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম’সহ জেলা প্রশাসনের প্রতিনিধি এবং অন্যান্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ ও জাতীয় ও স্থানীয় পর্যায়ের এনজিওসমূহের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ বলেন, বর্তমানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোর মাইক্রো ফাইনেন্সিং প্রোগাম নিয়ে যে ঋণ গ্রহীতাদের কাছ থেকে সুদ নেওয়া নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে তা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করার এবং যে সমস্ত এনজিও এখনো জেলা সমাজসেবা বা এনজিও ব্যুরোর নিবন্ধন ছাড়া মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম পরিচালনা করছে তাদের দ্রুত নিবন্ধন করে তাদের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। অন্যথায় তাদের কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং ইউএনডিপি-সিএইচটিডিএফ এর যৌথ উদ্যোগে পরিচালিত ক্যাপাসিটি ডেভেলাপমেন্ট এর  উন্নয়ন কর্মকর্তা অর্নব চাকমা জেলার এনজিওদের প্রেরণকৃত প্রকল্পের কার্যক্রমের তথ্যবলী উপস্থাপন করেন।

Exit mobile version