parbattanews

পার্বত্যাঞ্চলে জনসংহতি অস্ত্রের মাধ্যমে মানুষকে জিম্মি করেছে: দীপংকর তালুকদা

BFIDC ROAD (1) copy

কাপ্তাই প্রতিনিধি:

পার্বত্যাঞ্চলের দূর্গম পাহাড়ী এলাকাসহ বিভিন্নস্থানে বর্তমান আ.লীগ সরকার উন্নয়ন কাজ করে চলছে। এ ধারাবাহিকা অব্যহত থাকবে। আমরা উন্নয়ন করে চলছি আর পার্বত্যাঞ্চলে কিছু ভোট ডাকাত আছে তাদের চাঁদাবাজি আর অস্ত্রবাজির কারণে উন্নয়ন বাঁধাগ্রস্থ হচ্ছে। কাপ্তাইয়ে সড়ক নির্মান কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্যপ্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এ সব কথা বলেন।

মঙ্গলবার কাপ্তাইর শিল্প এলাকা বটতলয় জনসভায় রাঙ্গামাটি জেলা আ.লীগের এই সভাপতি আরো বলেন, পার্বত্যাঞ্চলের জনসংহতি সমিতি অস্ত্র নিয়ে ক্ষমতায় এসে ভোট ডাকাতি করে মানুষকে জিম্মি করে ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

কাপ্তাইয়ে নৌকা প্রতীকে আগামী ৪ জুন ইউপি নির্বাচনে আরো ব্যাপক উন্নয়নের জন্য আবদুল লতিফকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান দীপংকর তালুকদার।

জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন আ.লীগ সভাপতি সাগর চক্রবর্তী। সভায় আরো বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক আকতার আলম, জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইচাইন চৌধুরী, সহসভাপতি খালেকুনুর শিকদার, প্রকৌ. ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, কাজী মাকসুদুর রহমান বাবুল, আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, হাজী করিব আহমেদ, শ্রমিকলীগ নেতা মীর মহসিনুল হক, তাজুল ইসলাম, আব্দুল ওহাব, আবুল কাশেম, যুবলীগ সভাপতি মো. নাছির উদ্দিন, সেচছাসেবলীগ নেতা একরামুল হক, ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সুমন, ঠিকাদার মাহফুজুর রহমানসহ আরো অনেকে।

উল্লেখ্য, উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের ২৫লাখ টাকা ব্যয়ে বিএফআই ডিসি ও জাকির হোসেন স মিল এ রাস্তা দু‘টি নির্মান করা হবে।

Exit mobile version