parbattanews

‘পার্বত্যাঞ্চলে ধর্মীয় অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়’

রাঙামাটি রাজস্থলী উপজেলাধীন তিন নং বাঙালহালিয়াতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।

রবিবার (২২অক্টোবর) বিকালে তিনি মহা অষ্টমীর দিনে মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরের যাবতীয় খোঁজখবর নেন।

এসময় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, তিন নং বাঙালহালিয়া ইউপি চেযারম্যান আদোমং মারমা, সাবেক চেয়ারম্যান নেঞমং মারমাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্দির পরিদর্শনকালে উবাচ মারমা বলেন, যেকোন উৎসবে পার্বত্যাঞ্চলে সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়। শান্তি এবং সম্প্রতি বজায় রেখে যেন শারদীয় দুর্গোৎসব পালন করা হয় সেই প্রত্যাশা করি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকে সনাতন সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষরা কোন দুশ্চিন্তা ছাড়া নির্বিঘ্নে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ধর্মীয় উৎসব পালন করছেন। যা সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য দৃষ্টান্ত। আর দুর্গোৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় ও সুসংহত করবে।

কোন অশুভ শক্তি যেন এই সম্প্রীতি ও সৌহার্দ্যকে ধ্বংস করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান তিনি।

Exit mobile version