parbattanews

পার্বত্যাঞ্চলে শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে হবে: উষাতন তালুকদার

উষাতন তালুকদারস্টাফ রিপোর্টার:

পার্বত্যাঞ্চলে শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য উষাতন তালুকদার, এমপি। তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের উচ্চ শিক্ষায় সুযোগ হিসেবে বৃত্তি প্রদানে সরকারী-বেসরকারী উদ্যোগের পাশাপাশি বৃত্তবানদেরও এগিয়ে আসাতে হবে। অহংকার নয়, আত্মমর্যাদা ও জ্ঞানের মশাল দিয়ে সমাজ তথা দেশকে উন্নয়ন ও আলোকিত করে দেশ ও জাতির ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষার্থীদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

সোমবার সকাল ৯টায় রাঙামাটির কালিন্দীপুর এলাকায় কবি অরুণ রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কবি অমলেন্দু বিকাশ চাকমা স্মৃতিবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

কবি অরুণ রায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সভাপতি সুশোভন ববি দেওয়ানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী, রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মফিজুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, কবি অমলেন্দুর সহধর্মিনী শংকরি চাকমা, ৮নং পৌর ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নূরুল আবছার, অধ্যাপক রনজিৎ শর্মা।

এর আগে প্রধান অতিথি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও শিক্ষার্থীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ১৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ, প্রাইজবন্ড ও পুরস্কার বিতরণ করেন।

Exit mobile version