parbattanews

পার্বত্যাঞ্চলে সেনাক্যাম্প প্রত্যাহার না করার দাবীতে ৩টি বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

হরতালের ২য় দিন

স্টাফ রিপোর্টার:
পার্বত্যাঞ্চলের সেনা ক্যাম্প প্রত্যাহার না করা ও পার্বত্য চুক্তি বাতিলের দাবীতে ৩টি বাঙ্গালী ভিত্তিক সংগঠনের ডাকে রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

সম্প্রতি ঢাকায় এক মানববন্ধন থেকে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য গণশ্রমিক পরিষদের এহরতাল ঘোষণা করে।

বৃহষ্পতিবার সকাল থেকে শহরে বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে অবস্থান নিয়েছে ওই সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিলসহ পিকেটিং করছে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য গণশ্রমিক পরিষদের নেতারা।

অন্যদিকে হরতালের কারণে রাঙামাটি শহরের বনরূপা, কলেজ গেইট রিজার্ভ বাজার ও তবলছড়িতে সব দোকানপাট বন্ধ রয়েছে। চলাচল করছেনা কোন প্রকার যানবাহন।

রাঙামাটি অভ্যন্তরীন নৌ পথে লঞ্চও ছেড়ে যায়নি। তবে হরতাল চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে হরতালের কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিনের পরিক্ষা স্থাগিত করা হয়েছে।

এব্যাপারে পার্বত্য নাগররিক পরিষদ আহবায়ক বেগম নূর জাহান জানান, পার্বত্যাঞ্চলের সেনা ক্যাম্প প্রত্যাহার না করা ও পার্বত্য চুক্তি বাতিলের দাবীতে ৩টি বাঙ্গালী ভিত্তিক সংগঠনের যৌথভাবে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী পালন করছেন। হরতালের কারণে কোন প্রকার নাশকতার ঘটনা ঘটেনি।

Exit mobile version