parbattanews

‘পার্বত্যাঞ্চল থেকে সন্ত্রাসী নির্মূলে পার্বত্য জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই’

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্যাঞ্চল থেকে সন্ত্রাসী নির্মূলে পার্বত্য জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই বলে মন্তব্য করেছে পার্বত্য গণ শ্রমিক পরিষদ। নেতৃবৃন্দ পার্বত্যাঞ্চলকে অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের অভয়ারণ্য উল্লেখ করে বলেন, ‘শ্রমিক, ব্যবসায়ী এমনকি সরকারী চাকরিজীবী পর্যন্ত কেউ চাঁদাবাজদের শিকার থেকে রেহায় পায় না। পার্বত্যাঞ্চল থেকে সন্ত্রাস ও চাঁদবাজদের নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বারংবার সরকারের কাছে দাবী জানালেও এ ব্যাপারে সরকারের কার্যকরী পদক্ষেপ লক্ষণীয় নয়।’

বুধবার (৮ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন পার্বত্য গণ শ্রমিক পরিষদ নেতৃবৃন্দ।

তারা অভিযোগ করে বলেন, ‘পার্বত্যাঞ্চলে সন্ত্রাস নির্মূলে সরকার ও স্থানীয় প্রশাসনের ভূমিকা জনমনে আজ প্রশ্নবিন্ধ। চাঁদাবাজির বিপুল পরিমাণের অর্থে অবৈধ অস্ত্রে পার্বত্যাঞ্চল আজ অবৈধ অস্ত্র গুদামে পরিণত। উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে পার্বত্য জনগণ।’

বিবৃতিতে অপেক্ষার আর সুযোগ নেই উল্লেখ করে সন্ত্রাসীদের প্রতিহত করতে পার্বত্য জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানানো হয়।

Exit mobile version