parbattanews

“পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী”

দিঘীনালা প্রতিনিধি:

দিঘীনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেছেন, পার্বত্য অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বন্যা, জলোচ্ছ্বাস ও ভূমিধ্বস  অথবা প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট যে কোনো দূর্যোগ ও দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী এই অঞ্চলের মানুষের পাশে দাড়িয়েছে সবসময়। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পরম মমতায়। আর এজন্যই এই অঞ্চলের মানুষের কাছে আস্থা ও নির্ভরতার আর এক নাম বাংলাদেশ সেনাবাহিনী। মূলত বাংলাদেশ সেনাবাহিনী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই কাজগুলো করে যাচ্ছে।

বুধবার(১৪ নভেম্বর) দিঘীনালা জোন সদরে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের নগদ্ অর্থ বিতরণের সময় এসব কথা বলেন।

এ সময় দিঘীনালা উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি তনু রঞ্জন ত্রিপুরা এবং  সাধারণ সম্পাদক অভি ত্রিপুরাকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিঘীনালা উপজেলা ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি তনু রঞ্জন ত্রিপুরা এই অর্থ প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version