parbattanews

পার্বত্য অঞ্চলের প্রতি ইঞ্চি মাটিকে কাজে লাগাতে হবে: কংজরী চৌধুরী

গুইমারা প্রতিনিধি:

পাহাড়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি রক্ষার পাশাপাশি ফলদ বাগান সৃষ্টির মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে, খাগড়াছড়ি জেলাপরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে সবাইকে বৃক্ষরোপণে মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলতে হবে। পার্বত্য অঞ্চলের প্রতি ইঞ্চি মাটিকে কাজে লাগাতে হবে। তবেই আগামী প্রজন্মের জন্য বাসযোগী পৃথিবী হিসেবে এই পার্বত্য অঞ্চল গড়ে উঠবে।

বৃহস্পতিবার (৬জুলাই) বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে গুইমারা উপজেলা মিলনায়তনে  অসহায়-দরিদ্র ৩০টি পরিবারের মাঝে ফলদ গাছের চারা বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমার সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা, গুইমারা থানা অফিসার ইনচার্জ মো. গেয়াসউদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীসহ স্থানীয় হেডম্যান-কার্বারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গুইমারা অস্থায়ী কলেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পাড়াবনে বসবাসরত পরিবার সমূহকে ইউএনডি কর্তৃক এসআইডি  সিএইচটি প্রকল্পের মাধ্যমে নগদ অর্থ প্রদান করেন তিনি।

Exit mobile version