parbattanews

‘পার্বত্য অঞ্চলে স্বার্থনেশি মহলের কারণে উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে’ ‘

কাপ্তাই জোনের জোন অধিনায়ক লে. কর্নেল গাজী মিজানুল হক, পিএসসি বলেছেন, পার্বত্য অঞ্চলে কিছু স্বার্থনেশি মহলের কারণে উন্নয়নের বাধা সৃষ্টি হচ্ছে। তাদের প্রতিহত করতে হবে, নইলে এ এলাকার উন্নয়ন সম্ভব হবে না। অস্ত্র নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড যেই ঘটাক না কেন তাদের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

মঙ্গলবার বিকাল তিনটায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রাঙ্গামাটি ৩০৫ পদাধিক সেনা রিজিয়নের আয়োজনে, কাপ্তাই ২৩ বেঙ্গল ডেয়ারিং টাইগার্স ও বাঙ্গালহালিয়া সাব জোনের ব্যবস্থাপনায়, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন -২০২১ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে এ দেশের সকল সম্প্রদায়ের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এ ম্যারাথনের আয়োজনের মধ্য দিয়ে রাজস্থলী উপজেলায় একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছেন।

আরও উপস্থিত ছিলেন, সাব জোন অধিনায়ক মেজর ইয়াসির আদনান, মেজর মাহমুদ, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, নির্বাহী অফিসার শেখ ছাদেক, সম্মানিত ক্যাপটেন আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা প্রমুখ।

ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়ক হতে মোট ৫ কিলোমিটার শফিপুর পর্যন্ত ঘুরে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

এ সময় বাঙ্গালহালিয়া বাজারের প্রধান সড়কের দু পাশে হাজার হাজার মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগীদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গনে প্রতিযোগীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার ও সনদ বিতরণ করেন।

Exit mobile version