parbattanews

পার্বত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে: এমপি দীপংকর

খাদ্য মন্ত্রণালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশের আনাচে-কানাচেসহ পার্বত্য এলাকায় অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি এলাকায়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, দুগ্ধ ভাতাসহ জনগণ বিভিন্ন ভাতা পাচ্ছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় গ্রামীণ পর্যায়ে হাজার হাজার জনগণ উপকৃত হচ্ছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুফলভোগীদের নিয়ে উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমাবেশ ও আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, অংপ্রু মারমা, কাউখালী থানার ওসি পারভেজ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, বিআরডিবির কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান উষাতন চাকমা। উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন বিমল চাকমা, রৌশন আরা ও সুনীতি চাকমা প্রমুখ।

মতবিনিময় সভায় কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীসহ প্রায় ৭ হাজার সাধারণ জনগণ এবং আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কাউখালী উপজেলার সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীর মধ্যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচির আওতায় ৫ হাজার ৫৩৫ জন, মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ১ হাজার ৫৬০ জন, প্রাথমিক শিক্ষা উপবৃত্তির আওতায় প্রায় ৫ হাজার জন, টিসিবির আওতায় প্রায় ৯ হাজার জন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২০০ জন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় প্রায় ২ হাজার জন সুবিধাভোগী বিভিন্ন সবিধা গ্রহণ করছেন।

Exit mobile version