parbattanews

পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়নে সকলের সমন্বয় দরকার: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের উন্নয়নে সকলের সমন্বয় দরকার। সমন্বয় করলে এ অঞ্চলের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন হবে।

সোমবার (২ অক্টোবর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কার্যালয়ে রাঙামাটি প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক। পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী এখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে দিয়েছে। সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডেও চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চোয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য হারুনুর রশীদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ উন্নয়ন বোর্ড এবং প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

YouTube video player

Exit mobile version