parbattanews

পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন

বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন।

আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কলকাতায় সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ক্যাম্পেইন এগেনস্ট অ্যার্ট্রোসিটিস অন মাইনরিটি ইন বাংলাদেশ(ক্যাম্ব) ও অল ইন্ডিয়া রিফুজি ফ্রন্ট সম্মেলনটি করছে।

এ সম্মেলনে বাংলাদেশ থেকে বক্তব্য রাখবেন, সাবেক এমপি ঊষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম সিটিজেন কমিটির সভাপতি গৌতম দেওয়ান, সিএইচটি রিজিওনাল কমিটির সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বাংলাদেশ ইন্ডিজিনিয়াস পিপলস ফোরামের ড. মেসবাহ কামাল এবং বিএইচবিসিইউসি’র সহসভাপতি কাজল দেবনাথ।

এছাড়া ভারতের পক্ষ থেকে থাকবেন সাবেক রাজ্যপাল তথাগত রায়, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জগন্নাথ সরকার এমপি, ড. জিষ্ণু বসু এবং করুনালঙ্কার ভিক্ষু সিএইটি ক্যাম্পেইন গ্রুপ।

Exit mobile version