parbattanews

পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিরসনে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের সাংবাদিক সম্মেলন

পার্বত্য চট্টগ্রামের চলমান সমস্যা নিরসনে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্রাবাস চত্বর মুসাফির পার্ক প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচীব মো. আলমগীর কবির, কেন্দ্রীয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো.সোলাইমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন , পাহাড়ে নব সৃষ্ট সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ স্বাধীন বাংলাদেশের মাটিকে আলাদা করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি পার্বত্য নাগরিক পরিষদ দেশ মাটি ও মানুষের জন্য পার্বত্য অঞ্চলে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও কাজ করে যাবে সকল নিরিহ মানুষের জন্য।

তাই অতিথিরা পরিশেষে পার্বত্য বান্দরবানের এই সকল সমস্যা নিরসনে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি ভিডিওতে দেখুন:

পার্বত্য চট্টগ্রামের চলমান সমস্যা নিরসনে বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

Exit mobile version