parbattanews

পার্বত্য চট্টগ্রামের ২৯২টি বেসরকারি স্কুল জাতীয়করণের দাবিতে মানববন্ধন

পার্বত্য চট্টগ্রামের ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য জেলা বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জ্যোতি ত্রিপুরা।

এতে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রভাত কুমার চাকমা, জাহাঙ্গীর আলম ও মিলন চাকমা প্রমুখ।

বক্তারা পার্বত্যাঞ্চল হিসেবে বিশেষ বিবেচনায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও পার্বত্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

পার্বত্য চট্টগ্রামের ২৯২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

Exit mobile version