parbattanews

পার্বত্য চট্টগ্রামে অপহরণ বাণিজ্যে সরকারের ভূমিকায় সংসদে ক্ষোভ প্রকাশ করলেন উষাতন তালুকদার

জাতীয় সংসদ

স্টাফ রিপোর্টার::

পার্বত্য জেলা রাঙামাটির সংসদ সদস্য উষাতন তালুকদার সংসদে বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অপহরণ চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। তিনি বলেন, সম্প্রতি সেখান থেকে তিনজন বন কর্মকর্তা অপহৃত হয়েছেন। তাদের উদ্ধারে কী পদক্ষেপ নেয়া হয়েছে, এমপি হয়েও জানি না।

এই সংসদ সদস্য আরো বলেন, ‘শুনেছি অপহৃত তিনজনের একজন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এর আগেও আরো তিনজন অপহৃত হয়েছিলেন। এছাড়া একজন ব্রিগেডিয়ারের জামাইও অপহৃত হয়েছিলেন।’ তিনি বলেন, ‘চাঁদাবাজির কারণে এসব অপহরণ ও সন্ত্রাসী ঘটনা ঘটছে। এসব বন্ধে সরকার কি পদক্ষেপ নিয়েছে জনপ্রতিনিধি হয়েও আমি জানি না।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের নবম দিনে মঙ্গলবার সন্ধ্যায় উষাতন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সম্পাদিত শান্তিচুক্তি স্বাক্ষরের প্রশংসা করে বলেন, শান্তিচুক্তি সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়ার সুযোগ নিয়ে পাবর্ত্য চট্টগ্রামে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে।

স্থানীয় পুলিশ, আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ কার্যকর করা হলে এসব অপহরণ চাঁদাবাজি বন্ধ হতো বলে সরকারদলীয় এই সদস্য সংসদকে জানান। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার বালি পার্বত্যাঞ্চল থেকে সেখানকার সরকার ৭০ পার্সেন্ট রাজস্ব আয় করছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিরাপদ হলে অনেক বিদেশিরা সেখানে যেতে পারবেন। পর্যটকরা আসবেন, জাতীয় আয় বৃদ্ধি পাবে। তাই আসুন সবাই মিলে আমাদের সম্ভাবনাময় পার্বত্য অঞ্চলকে গড়ে তুলি।’

Exit mobile version