parbattanews

পার্বত্য চট্টগ্রামে নৌ-পথের নাব্যতা, সুবিধাদিসহ উন্নয়ন বিষয়ক কর্মশালা

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়

বাংলাদেশ নৌ পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষের আয়োজনে রাঙামাটিতে ’’পার্বত্য চট্রগ্রাম এলাকায় নৌ পথের নাব্যতা এবং ল্যান্ডিং সুবিধাদি উন্নয়ন কল্পে সম্ভাব্যতা যাচাই’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এর সভাপতিত্বে এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর এম মাহাবুব-উল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মিজানুর রহমান ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান রোমান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক পৌর চেয়ারম্যান কাজী নজরুল ইসলামসহ সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লঞ্চ , বোট মালিক সমিতির সভাপতি, মিডিয়া কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় পার্বত্য চট্রগ্রাম এলাকায় নৌ পথের নাব্যতা এবং ল্যান্ডিং সুবিধাদি উন্নয়ন কল্পে সম্ভাব্যতা যাচাইয়ে সকলেই উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, কাপ্তাই লেকটা আমাদের রেভিনিউর একটা বড় ধরণের উৎস হতে পারে যদি আমরা যত্নসহকারে এটার উন্নয়ন করি।

Exit mobile version