parbattanews

পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প

ভয়াঙ্করভাবে কেঁপে উঠল রাঙ্গামাটিসহ ও আশেপাশের অঞ্চল। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ৫টা ৪৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশের-পূর্ব-দক্ষিণে মিয়ানমার সীমান্তের ৩৬১ কি:মি দূরে ফেলাম এলাকায় এই ভূমিকম্পর উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা ৫ দশমিক ৭। এছাড়া কোন ক্ষয়ক্ষতি বা হতাহতেরও খবর পাওয়া যায়নি।

রাঙ্গামাটিবাসীর সাথে কথা বলে জানা গেছে, কম্পনটি বেশ কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল। এসময় মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন । ভূমিকম্পের পর পরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ জানাচ্ছেন রাঙ্গামাটির বাসিন্দারা।

Exit mobile version