parbattanews

পার্বত্য চট্টগ্রামে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল

ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে তারা সহযোগিতা চেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম।

সোমবার (১০ জুলাই ২০২৩) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সরকারের এই কর্মকর্তা।

তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার রাজনৈতিক দল ও ব্যক্তিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনাও করতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের নির্বাচনি অনুসন্ধানী মিশন রবিবার (৯ জুলাই) ভোরে ঢাকায় এসে পৌঁছায়। আগামী ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

Exit mobile version