parbattanews

পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গারা প্রশিক্ষণ নিচ্ছে: বাংলাদেশকে সতর্ক করলো ভারত

পার্বত্য নিউজ রিপোর্ট:

পার্বত্য চট্টগ্রামে মিয়ানমারের রোহিঙ্গারা সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে বলে বাংলাদেশকে সতর্ক করে দিয়েছে ভারত। সম্প্রতি নয়াদিল্লীতে শেষ হওয়া দুদেশের স্বরাষ্ট্র সচিব পর্যাযের এক বৈঠকে ভারত বাংলাদেশকে এ সতর্কবার্তা দেয় বলে ভারতীয় বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়া দাবি করেছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়; বৈঠকে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে মিয়ানমারের রোহিঙ্গারা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্যরা তাদেরকে এ প্রশিক্ষণ দিচ্ছে।

বৈঠকে বলা হয়, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় ঢুকে এ প্রশিক্ষণ নিচ্ছে। তারা আবার মিয়ানমারে ফিরে প্রতিশোধ নেয়ার জন্য এভাবে নিজেদের প্রস্তুত করছে। মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রাম এলাকায় এখনই যদি বহিরাগত জঙ্গিদের বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে ভবিষ্যতে ঢাকার জন্য তা মারাত্বক ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে বৈঠকে সতর্ক করে দেয়া হয়।    

Exit mobile version