parbattanews

পার্বত্য চট্টগ্রামে সকল ধরণের ভূমি বরাদ্দ স্থগিত

পার্বত্য নিউজ এক্সক্লুসিভ

Supreme-Court-of-Bangladesh

পার্বত্য চট্টগ্রামে সকল ধরণের ভূমি বরাদ্দ স্থগিত ঘোষণা করছে হাইকোর্ট৤ প্রত্যাবাসিত দুই বাঙালীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মির্জা হায়দার হোসাইন ও বিচারপতি খুরশীদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ এক আদেশে এ স্থগিতাদেশ দেন বলে পার্বত্য নিউজকে জানিয়েছেন রীটকারীর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম৤

খাগড়াছড়ি পার্বত্য জেলার সেটেলার নেতা হাবিবুর রহমান সেটেলারদের পক্ষে আজ হাইকোর্টে ‘ভূমি জরীপের মাধ্যমে ভূমি বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চলমান ভূমি বন্দোবস্তি প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবেনা’ মর্মে একটি রীট করেন বিচারপতি মির্জা হায়দার হোসাইন ও বিচারপতি খুরশীদ আলম সরকারের দ্বৈত বেঞ্চে৤ রীটকারীর আইনজীবী এডভোকেট তাজুল ইসলাম আদালতে বলেন, বাংলাদেশ সরকার অনেক প্রতিশ্রুতি দিয়ে সমগ্র বাংলাদেশ থেকে বাঙালীদের পার্বত্য চট্টগ্রামে সেটেল করেন, জিমি বন্দোবস্তী দেন৤  কিন্তু তাদেরকে দেয়া প্রতিশ্রুতি পুরণ না করে একতরফাভাবে উপজাতীয়দের জমি বন্দোবস্তি দেয়া এক ধরণের বৈষম্য যা বাংরাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক৤ আদালত সন্তষ্ট হয়ে পার্বত্য চট্টগ্রামে সকল ধরণের ভূমি বন্দোবস্তি স্থগিত ঘোষণা করেন৤ আদালতের এই আদেশের ফলে বর্তমানে বেআেইনীভাবে ৭ হাজার উপজাতীয়কে এক তরফাভাবে ৩৫ হাজার একর জমি বরাদ্দ দেয়ার যে ষড়যন্ত্র করছিল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তা বন্ধ হয়ে গেল বলে মন্তব্য করেছেন এডতোকেট তাজুল ইসলাম৤

Exit mobile version