parbattanews

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়ন এবং সমতলের উপজাতীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং সমতলের উপজাতীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় শাহবাগস্থ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল ম্রং এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, ঢাকা মহানগর শাখার পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক সুলভ চাকমা, ঢাকা মহানগর শাখার আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নিমাই মাহাতো, ঢাকা মহানগর শাখার মারমা স্টুডেন্ট কাউন্সিল-এর সভাপতি পাইচাউ মারমা এবং বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের মহানগর শাখার সভাপতি পাপ্পু ডিও এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের নিপুন ত্রিপুরা। মানববন্ধন থেকে বক্তারা অতিশীঘ্রই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন এবং সমতলের উপজাতীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান।

পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আদিবাসীদের উপর নির্যাতনের মাত্রা ও ভূমি বেদখলের মাত্রা দিনদিন বেড়ে চলেছে।’ তিনি অবিলম্বে সমতলের উপজাতীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের দাবি জানান এবং বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির সম্পূর্ণ বাস্তবায়নের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

রবীন্দ্র নাথ সরেন বলেন, ‘সরকার উন্নয়নের নামে ইকোপার্ক, সাফারী পার্ক, জাতীয় উদ্যানগুলো আদিবাসী অধ্যুষিত এলাকায় হচ্ছে। ফলে আদিবাসীরা তাদের প্রথাগত ভূমি থেকে তো উচ্ছেদ হচ্ছে সাথে এই ভূমির জন্যে বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে।’

Exit mobile version