পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

fec-image

ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা, বেলুন উড়ানো, খেলাধুলা সহ নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করেছে সংগঠনটি। রোববার ৭ (ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বই বিতরণ, বৃত্তি প্রদান, নবীন বরণ, ব্লাড ডোনেশন, করোনাকালীন ত্রাণ সামগ্রিক বিতরণসহ নানান সামাজিক কর্মকান্ড করে আসছে সংগঠনটি।

প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন, সভাপতি মিনহাজ মুরশীদ ত্বকী, সাধারণ সম্পাদক ইরফানুল হক, ঢাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী ওমর ফারুক এবং স্বতন্ত্র জোটের সদস্য আবির মোহাম্মদ স্বচ্ছ সহ অনেক সদস্য উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন