parbattanews

পার্বত্য চট্টগ্রাম থেকে কোনো উন্নয়ন প্রকল্প সংকুচিত করা হচ্ছেনা: বার্নিকাট

নিজস্ব প্রতিবেদক, বানন্দরবান:

পার্বত্য অঞ্চলে বসবাসকারীদের জীবন মানোন্নয়নে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইড’র সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্ণিকাট।

বুধবার (১৪মার্চ) সকালে বান্দরবানের জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সরকার পার্বত্য অঞ্চলে অনেকগুলো উন্নয়ন প্রকল্পের অংশীদার হতে পেরে গর্বিত। এখানকার মানুষের স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহযোগী হিসেবে আমরা পাশে থাকবো।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্প সংকুচিত করা হচ্ছেনা বরং ভবিষ্যতে এখানকার মানুষের জীবনমান উন্নয়নে তার সরকারের সাহায্য সহযোগিতা আরো বাড়ানো হবে।
পরে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বোমাং রাজা উচপ্রæ, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সাথে তাঁদের নিজ নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট ২দিনের সফরে স্থানীয় খেয়াং ও সম্প্রদায়ের সাথে মতবিনিময় এবং ইউএসএইড’র কয়েকটি প্রকল্প পরিদর্শন করার কথা রয়েছে।

Exit mobile version