parbattanews

পার্বত্য চট্টগ্রাম থেকে মহিলা সংরক্ষিত আসনে এমপি মনোনীত হলেন খাগড়াছড়ির বাসন্তি চাকমা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন) আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন খাগড়াছড়ির বাসন্তি চাকমা। তিনি খাগড়াছড়ি জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদিকা ও কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য।

শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হওয়ায় বাসন্তি চাকমা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কতৃজ্ঞতা প্রকাশ করে বলেন, পার্বত্য জেলায় নারী উন্নয়ন, শিক্ষার প্রসার, আর্থ সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে বিশেষ অবদান রেখে পাহাড়ে আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Exit mobile version