parbattanews

৮ মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা দিল পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ

depq28

নিজস্ব প্রতিনিধি : ৮ মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা দিল বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ। পার্বত্য চট্টগ্রামের মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবারের স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা আবদুল আলী ও রাঙামাটির শহীদ ৮ জন মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা জানানো হয়েছে ৷

বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকেলে রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদ নামের সংগঠনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করে ৷

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রাঙামাটি জেলা আওয়ামীলীগ নেতা দীপংকর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক সামুসুল আরেফিন ও পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷

মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলীর কণ্যা নাজমা আক্তার, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল শুক্কুরের ছোট ভাই এমদাদুল হক, খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা ও বান্দনবানের প্রীতি কান্তি ত্রিপুরা প্রমুখ।

Exit mobile version