parbattanews

পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদেও চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। চুক্তি যদি যথাযথ বাস্তবায়িত হতে পারে তাহলে পার্বত্যাঞ্চলের বুকে মানুষের মন প্রাণ উজ্জীবিত হবে নতুন করে।

সোমবার (১০ এপ্রিল) সকালে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংক্রান উদযাপন কমিটির উদ্যেগে রাঙামাটি পৌর চত্বরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, বিশিষ্ট শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা, সুজনের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার।

আলোচনা সভা শেষে রাঙামাটি পৌর চত্বর থেকে বৈসাবি উপলক্ষে এক বণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী-পুরুষরা রিজ পোষাক পরিচ্ছদ ও ব্যানার ফেষ্টুন নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এর আগে রেলী উপলক্ষে গিরিসুর শিল্পীগোষ্ঠীর উদ্যেগে পাহাড়ি নৃত্য পরিবেশন করা হয়।

নিউজটি ভিডিওতে দেখুন:

পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে: সন্তু লারমা

Exit mobile version