parbattanews

পার্বত্য চুক্তির লংঘনের অভিযোগে রাঙামাটিতে মহিলা সমিতির বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার :

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি লংঘনের অভিযোগ এনে রাঙামাটিতে মিছিল সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি। মঙ্গলবার সকালে সংগঠনটির উদ্যোগে রাঙামাটি জনসংহতি সমিতির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা, বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা প্রমূখ।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য চুক্তির লংঘন করে পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন সংশেধনের উদ্যোগ নিয়েছে সরকার। পার্বত্য চুক্তির সাথে সাংঘর্ষিক বিষয় পরিহার করে চুক্তি মোতাবেক সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহবান জানান বক্তরা।

Exit mobile version