parbattanews

পার্বত্য জেলায় পাশের হার বেড়েছে

cht Map

নিজস্ব প্রতিবেদক,

মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে। একই সঙ্গে নগর অঞ্চল বাদ দিয়ে চট্টগ্রাম জেলা ও কক্সবাজারেও পাশের হার বেড়েছে।

বৃহস্পতিবার ফল প্রকাশের পর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত জানান, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পাশের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ পয়েন্ট বেড়ে ৮২ দশমিক ২৩ শতাংশ হয়েছে। যা গত বছর ছিল ৬৭ দশমিক ৫৮ শতাংশ।

খাগড়াছড়ি জেলায় পাশের হার বেড়েছে ১৬ দশমিক ৬২ শতাংশ পয়েন্ট। এ জেলাতে এ বছর পাশের হার ৭৫ দশমিক ১১ শতাংশ, যা গত বছর ছিল ৫৮ দশমিক ৪৯ শতাংশ।

অন্যদিকে, আরেক পাবর্ত্য জেলা বান্দরবানে এ বছর পাশের হার ৭৯ দশমিক ৯২ শতাংশ। যা গত বছর ছিল ৬৭ দশমিক ৫৯ শতাংশ। পাশের হার বেড়েছে ১২ দশমিক ৩৩ শতাংশ পয়েন্ট।

এছাড়া কক্সবাজার জেলার এ বছর পাশের হার ৮ দশমিক ৮ শতাংশ পয়েন্ট বেড়ে হয়েছে ৮৭ দশমিক ৩১। যা গতবছর এ পাশের হার ছিল ৭৮ দশমিক ৫১ শতাংশ।

নগর বাদ দিয়ে চট্টগ্রাম জেলার এ বারের পাশের হার ৮৭ দশমিক ৫৫। গত বছর তা ছিল ৭৮ দশমিক ৭৯ শতাংশ।

সূত্র: বিডি নিউজ

Exit mobile version