parbattanews

পার্বত্য নিউজে সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই বিদ্যুতের সংযোগ পেলো কৃষকরা

কাউখালীতে সেচের অভাবে চাষাবাদ থেকে বঞ্চিত ৭০ জমি শিরোনামে সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মাথায় কাঙ্খিত বিদ্যুতের সংযোগ পেলো অবহেলিত কৃষকরা। এতে বেজায় খুশি চার ব্লকের শতাধিক কৃষক। পেশায় কৃষক হলেও পার্বত্য নিউজকে ধন্যবাদ জানাতে ভুল করেননি তারা।

সন্ধ্যায় কলমপতির চারটি ব্লকের কৃষকরা ফোন করে পার্বত্যনিউজকে ধন্যবাদ জানান। বুধবার রাতে পার্বত্য চট্টগ্রামের বহুল প্রচারিত অনলাইন পার্বত্য নিউজে সংবাদটি প্রকাশ হওয়ার পর প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়। নড়ে চড়ে বসে উপজেলা প্রশাসনসহ বিদ্যুত বিভাগের সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী বিদ্যুৎ বিভাগে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেন। পরে সদ্য যোগদান করা আবাসিক প্রকৌশলী অশোক কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন শেষে কোন শর্ত ছাড়াই বঞ্চিত কৃষকদের বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করেন।

Exit mobile version