পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

unnamed

প্রেস বিজ্ঞপ্তি:

পার্বত্য চট্টগ্রামে বাঙালীদের অধিকার আদায়ের আন্দোলনরত একমাত্র সংগঠন পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের অভিভাবক সংগঠন (কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ) পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় রাজধানীতে এক সভা পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া এতে সভাপতিত্ত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব এ্যাড. এয়াকুব আলী চৌধুরী, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, কেন্দ্রীয় উপদেষ্টা প্রভাষক মো.ফজলুল হক,কেন্দ্রীয় উপদেষ্টা মো: জামশেদুল আজম, কেন্দ্রীয় উপদেষ্টা মো. আতিকুর রহমান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. ইসমাইল হোসেন।

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান কর্তৃক সংবাদ মাধ্যমে প্রেরিত এক ইমেল বার্তায় এ খবর নিশ্চিত করা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকের শুরুতে কেন্দ্রীয় উপদেষ্টা মো. জামশেদুল আজমের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: ইসমাইল হোসেন এর পরিচালনায় পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া সূচনা বক্তব্য রাখেন। উপদেষ্টা বৃন্দকে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের অব্যাহত অগ্রযাত্রা ত্বরান্বিতকে যারা রুখতে চায়, তাদের বীভৎস মূখোস উন্মোচনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। সেই সাথে  সাংগঠনিক দায়িত্ত্বে অবিচল থেকে ঐসব অপশক্তিকে বয়কট করার জন্য সকল নেতৃবৃন্দকে উদাত্ব আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন