parbattanews

পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখায় অস্থিরতা

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখায় অস্থিরতা বিরাজ করছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক সাহাদাৎ ফরাজি সাকিব যৌথ স্বাক্ষরের প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

অপরদিকে সন্ধ্যায় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মো. নিজাম উদ্দিনের ওপর হামলা হয়েছে। পৌর এলাকার অরনিমা কমিউনিটি সেন্টারের সামনে ১০/১২জন তার ওপর হামলা চালায়। এসময় তাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আহত নিজাম উদ্দিন জানায় রাজনৈতিক দ্বন্দ্বে বৃহত্তর পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাইন উদ্দিন এর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।

বৃহত্তর পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের সভাপতি মাইন উদ্দিন হামলায় তাদের সম্পৃক্তার কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের অভ্যন্তরীণ কোন্দল। রাজনৈতিক ভাবে প্রতিহিংসা বশত তাকে দোষারোপ করা হচ্ছে।

নিজাম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদউল্লার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে। মিছিলে সদ্য বহিষ্কৃত জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদ অংশগ্রহণ করেন।

পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মো. নিজাম উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ পার্বত্যনিউজকে জানান, হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিলে নজরুল ইসলাম মাসুদ যোগ দেয়ার বিষয়ে বলেন কেউ মিছিলে ইচ্ছাকৃত অংশগ্রহণ করলে কিছু করার নেই। তাকে সাংগঠনিক কোনো কাজে অংশগ্রহণ করতে দেয়া হবে না। সংগঠনের সিদ্ধান্ত অনুসারে সে বহিষ্কৃত এবং এটাই চূড়ান্ত।

Exit mobile version