parbattanews

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বাঘাইছড়ি কাচালং কলেজ শাখার নবীণ বরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

শনিবার পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বাঘাইছড়ি কাচালং ডিগ্রী কলেজ শাখার নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মো: খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শাব্বির আহম্মদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পষিদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. সাদেকুর রহমান, কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবদুল কাইয়ুম, রহমত উল্ল্যাহ প্রমূখ।

এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. সাহাজল ইসলাম সজল, রাঙ্গামাটি জেলার যুগ্ন আহবায়ক মো. দেলোয়ার হোসেন মেম্বার, খাড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর এস, এম, মাসুম রানা। খাগড়াছড়ি নাগরিক পরিষদের যুগ্ন আহবায়ক মো. আবদুল মতিন, বাঘাইছড়ি উপজেলা আহবায়ক মো. আবছার হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক সভাপতি জাহিদ হাসান, বর্তমান সভাপতি আজম খান অনিক, দিঘিনালার উপজেলা সভাপতি সাদ্দাম হোসেন, সাজেক থানা সভাপতি নাসির উদ্দিন পিন্টু সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা, চাকুরী, রাজনৈতিক, ব্যাবসা ক্ষেত্রে উপজাতি কোটার কারনে বৈষম্যের শিকার হচ্ছে পার্বত্য অঞ্চলের বাঙ্গালীরা। অনতিবিলম্বে উপজাতি কোটা বাতিল করে সকল সম্প্রদায়ের জন্য সুষম পার্বত্য কোটা চালুর জোর দাবি জানান। তিনি আরও বলেন পার্বত্য চট্টগ্রাম চ্্ুক্তির দ্বারা সৃষ্ট পার্বত্য আঞ্চলিক পরিষদ ইতিমধ্যে দেশের সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকার ও বিভিন্ন মহল এটিকে বৈধতা দেয়ার জন্য সংসদে উপস্থাপন ও আইন পাসের উদ্দ্যোগ গ্রহণ করছে বলে আমরা জানতে পেরেছি। যদি এ ধরনের কোন পদক্ষেপ নেয়া হয় তাহলে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ পার্বত্য অঞ্চলের বাঙ্গালীদেরকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

Exit mobile version