পার্বত্য ভুমিকমিশন (সংশোধনী) আইন বাতিলের দাবীতে বান্দরবান জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Bandarban pic sama adikar 5.6.2013

জমির উদ্দিন:

বিতর্কিত পার্বত্য ভুমিকমিশন (সংশোধনী)আইন বাতিলের দাবীতে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন বান্দরবান জেলা প্রশাসকে কেএম তারিকুল ইসলামের  মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও স্পিকার বরাবরে স্মারক লিপি প্রদান করেছে।এই সময় বান্দরবান জেলা সমঅধিকার আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমেদ চৌধুরী, সিনিয়ার সহসভাপতি নুরুল আলম, সহ সভাপতি শ্রমিক নেতা আবুল হাসেম,সমঅধিকার নেতা ছালেহ আহমেদ,যুবপরিষদ নেতা মোঃ সাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্খিত ছিলেন।

স্মারক লিপিতে উল্লেখ করা হয়েছে ১৯৯৭ ইং সনের ২রা ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে শান্তিচুক্তি সম্পাদন হলে ও অদ্যাবদি পাহাড়ে শান্তি প্রতিষ্টিত হয়নি। দীর্ঘ ১৬ বছর যাবৎ পাহাড়ে জে এস এস ও ইউপিডিএফ বন্দুক যুদ্ধ চলছে। অপর দিকে পাহাড়ে যারা বসবাস করছে ব্যবসা বানিজ্য করছে তাদের প্রত্যকেই উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদা দিয়ে ব্যবসা বানিজ্য করছে। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করা হলে ও পার্বত্যাঞ্চলে বাংলাদেশের সংবিধানিক আইন বলবৎ নাই। তাদের মান্ধাতা আমলের রাজা, হ্যেডম্যান,কারবারি, তালুকদার দের রাজত্বের কারনে মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সুফল থেকে বাঙ্গালীরা বঞ্চিত। এর পরেও সন্তু লারমা তার বিদেশী প্রভুদের ইন্ধনে জুমল্যান্ড প্রতিষ্টার চক্রান্তে লিপ্ত রয়েছে। স্মারক লিপিতে আরো উল্লেখ করা হয়েছে বর্তমান বিতর্কিত ভুমিকমিশন সংশ্ধোনী আইন পাশ করা হলে পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ বাঙ্গালী ভুমিহীন হয়ে পড়বে এবং তারা পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত হলে সন্তু লারমার মিশন সফল করতে সহজ হবে। তাই বিতর্কিত ভুমি কমিশন আইন বাতিলের দাবী জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন