parbattanews

পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে

স্টাফ রিপোর্টার:
পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন সংশোধনী আইন বাতিলের দাবীতে রাঙামাটিতে সকাল সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। আজ বুধবার সকাল থেকে দুরপাল্লার ও আভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীণ নৌ-পথের ৬ টি রুটে কোন নৌযান চলাচল করছে না। শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান পাট বন্ধ রয়েছে।

বাঙ্গালী সংগঠন গুলোর নেতাকর্মীরা রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে পিকেটিং করছে। তারা রাঙামাটি প্রবেশ মুখ মানিকছড়ি ও কলেজ গেইটে বেশ কয়েকটি গাড়ীকে আটকে দিয়েছে।

রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটাররা বিক্ষোভ করছে। রাঙ্গামাটি শহরে সাপ্তাহিক বাজারের দিনে কোন পাহাড়ী বিক্রেতা তাদের পণ্য নিয়ে বাজারে আসেনি। তবে কলেজ গেইট এলাকায় রাস্তার দু পাশে পাহাড়ীদের পন্য বিক্রি করতে দেখা গেছে।

এদিকে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য গত ১ আগষ্ট ঢাকায় পার্বত্য ভ’মি বিরোধ নিস্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী সভায় অনুমোদন দেয়ার পর পার্বত্য অঞ্চলের ৫ টি বাঙ্গালী সংগঠন বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়।

স্থানীয় ৫ টি বাঙ্গালী সংগঠন, পার্বত্য সমঅধিকার আন্দোলন, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ এ হরতালের ডাক দেয়।

Exit mobile version