parbattanews

পার্বত্য মেলা-২০২৪ : পার্বত্যনিউজের স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চারদিনব্যাপী পার্বত্য মেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একমাত্র সরকারি রেজিস্টার্ড অনলাইন সংবাদমাধ্যম পার্বত্য নিউজের স্টলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দর্শনার্থীরা মেলায় আসতে থাকে। তবে বিকেলের দিকে দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

মেলায় প্রবেশ করেই সকলে পাহাড়ি খাবার, পোশাক, কৃষি পণ্য কেনার পাশাপাশি পাহাড়ের অজানা ইতিহাস জানতে আসতে থাকে পার্বত্য নিউজের স্টলে।

মেলায় পার্বত্যনিউজের ১৫ নম্বর স্টলে পাঠকদের জন্য পাক্ষিক পার্বত্যনিউজ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কিছু দুর্লভ বই রাখা হয়েছে। যা সংগ্রহ করে পাঠকরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে জানতে পারবে।

চার দিনব্যাপী এ পার্বত্য মেলায় ৯৭টি স্টল বরাদ্দ রয়েছে। মেলার স্টলে তিন পার্বত্য জেলায় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী কোমরতাঁতে বোনা পণ্য, ঐতিহ্যবাহী পার্বত্য খাবার প্রদর্শন ও বিক্রি চলছে।

রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) কমপ্লেক্সের মাল্টিপারপাস হলে আয়োজিত ‘পার্বত্য মেলা-২০২৪’–এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ।

বুধবার শুরু হওয়া এ মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

পার্বত্য ৩ জেলার ২৭৫ জন শিল্পীর ঐতিহ্যবাহী পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

এদিকে মেলায় পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আনা জুমের সবজি বিক্রি করছে হিলস বাজার। হিলস বাজারের মালিক রনো চাকমা জানান, মেলায় বেচাকেনা কম। তবে আজ সন্ধ্যায় বেচাকেনা ভালো হবে আশা করছেন তিনি।

হিলস বাজারে মাসরুম, তেঁতুল, জুমের চাল, বাদাম, খেঁজুরের গুঁড়ো, পাটালি, সরিয়া তেল, কলা, বরই ছাড়াও জুমে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য বিক্রি করতে দেখা যায়।

রানন্যে জুম ঘরে বিক্রি হতে দেখা যায়, আনারস ৭০ টাকা পিস, শিমুল আলু ১২০ টাকা কেজি, জুম মরিচ ৫০০ টাকা, আদা ২৫০ টাকা, শিমের বিচি ২৫০, নারিকেল কচু ১২০, জুম বেগুন ৮০, জুম ভুট্টা ৮০, মিষ্টি আলু ৮০ টাকা, বিলেটি আলু ১৩০, বরই ১২০ টাকা, পাহাড়ি তেঁতুল ১৬০, কচু ১০০, হলুদ গুড়া ৪০০ কেজি।

মেলায় খাগড়াছড়ি মৌ চাষ কল্যাণ সমবায় সমিতি থেকে প্রতি কেজি খাঁটি মধু পাওয়া যাচ্ছে ১ হাজার টাকা কেজি।

এছাড়া পাহাড়ি পোশাকের দোকান ও খাবারের দোকানে দর্শনার্থী উপচে পড়া ভিড় লক্ষ করা যায়।

Exit mobile version