parbattanews

পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর দিবসে দীঘিনালায় শোভাযাত্রা ও আলোচনা সভা

News & Pic-1

দীঘিনালা প্রতিনিধি:
পার্বত্য শান্তিচুক্তির ১৮তম স্বাক্ষর দিবস পালন করেছে, দীঘিনালা উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। গতকাল (বুধবার) এ উপলক্ষে উপজেলার লারমা স্কোয়ার থেকে বের করা হয়, বর্ণাঢ্য র‌্যালী। র‌্যালীতে সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিকদল ও সুশীল সমাজেরলোকজন অংশগ্রহণ করেন। র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, নারী ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. কাশেম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এবং দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শান্তিচুক্তির মাধ্যমেই পাহাড়ে দুই যুগের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছে। শান্তিচুক্তির পরে পাহাড়ে উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন ও শান্তিচুক্তির ধারাপাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

Exit mobile version