parbattanews

পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি কনসার্টে আসছেন হাবিব ও ন্যান্সি

রাঙ্গামাটি প্রতিনিধি:

২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর উপলক্ষে রাঙামাটিতে এক কসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্ট মাতিয়ে তুলতে আসছেন কণ্ঠ শিল্পী হাবিব ও ন্যান্সি। এছাড়াও গান পরিবেশন করবেন আঞ্চলিক কণ্ঠ শিল্পীরা।

কনসার্টটির আয়োজন করছেন রাঙ্গামাটি রিজিয়ন ও রাঙ্গামাটি জেলা পরিষদ। কনসার্টে হাবিব, ন্যান্সি পাশাপাশি গানে গানে মাতিয়ে তুলবে আঞ্চলিক কন্ঠ শিল্পী শেখর মুল্লিক, জোনাকি চাকমাসহ আরও অনেকেই।

গত বছরের ন্যায় এবারও রাঙ্গামাটিতে আকাশ রাঙানো আতশবাজি আর ফানুসবাতি দিয়ে অনুষ্ঠিত হবে পাহাড়ি-বাঙ্গালি শান্তির সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধন দৃঢ় প্রত্যয়ে শুরু হবে “সম্প্রীতির কনসার্ট”। এই কনসার্টকে ঘিরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন স্থানের দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে রঙিন পোস্টার।

এদিকে পাহাড়ি-বাঙ্গালিরা এই দিনকে স্মরণ করে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা অনুষ্ঠান আয়োজন করবে।

Exit mobile version