parbattanews

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার : কুজেন্দ্র লাল ত্রিপুরা

kujenddro photo

মহালছড়ি প্রতিনিধি : 

খাগড়াছড়ি সংসদীয় আসনের এম.পি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পার্বত্য শান্তি চুক্তি কারো দয়ায় হয় নাই। শান্তি চুক্তি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্ঠায়। তিনি আজ রবিবার মহালছড়িতে উপজেলায় শিক্ষক কর্মচারী সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শান্তি চুক্তির ৭২ ধারার মধ্যে বর্তমান সরকার ৪৮ ধারা বাস্তবায়ন করেছে। বাদ বাকী সকল ধারাও বাস্তবায়ন হবে, তবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার এবং সকলের সমঝোতা দরকার।

রবিবার সকাল ১১ টায়  মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম হলে মহালছড়ি উপজেলা শিক্ষক কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও মহালছড়ি কলেজের অধ্যাপক ড. কংজঅং চৌধুরী লিঙ্কন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার লাবণী চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান ক্যাচিংমিং চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, সিন্ধুকছড়ি ইউপি চেয়ারম্যান সুইনুপ্রু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মংসুপ্রু চৌধুরী, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চাইথোঅং মারমা প্রমুখ। 

Exit mobile version