parbattanews

এসএসসি পাশের মিশনে পানছড়ির প্রতিবন্ধী রুবেল চাকমা

পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষা দিচ্ছে রুবেল চাকমা। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে মানবিকে পড়ুয়া এই শিক্ষার্থীর রোল ৩৩২৯৩ রেজি ১৬১৪৩৫৬৬৬৬।

সে উপজেলার নাপিতাপাড়া গ্রামের কৃষক পূর্ণমনি চাকমা ও কৃষাণী চঞ্চলা দেবীর সন্তান। রুরেল শারিরীক প্রতিবন্ধী। তার বাম পায়ের পাতা থেকে হাটু পর্যন্ত বাঁকা। খালি পায়ে কোন রকম খুড়িয়ে খুড়িয়ে সে চলাফেরা করে। জেএসসিতে সে ২.৮৫ পেয়েছিল।

এবার তার স্বপ্ন এসএসসি পাশ করার পর আরো উচ্চতর শিক্ষা নেয়া। কিন্তু অভাবের সংসারে সে কতটুকু এগুতো পারবে তা নিয়েই মনে সব সময় চিন্তা বিরাজ তার।

সহপাঠিদের দাবি বিদ্যালয় থেকে প্রায় চার কিলোমিটার দুরে তার বাড়ি। তারপরও অসুখ-বিসুখ ছাড়া সে বিদ্যালয় কামাই করতো না।

রুবেল জানায়, সে শিক্ষা উপবৃত্তি পায়। এসএসসি পাশের পর তার লেখাপড়ার খরচ চালানো কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে।

পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি মো: হাসানুজ্জামান বলেন, তার ব্যাপারে আমরা জেলাতে কথা বলে কি করা যায় দেখব।

খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী অফিসার মো: শাহজাহান জানান, সে আগে পরীক্ষা শেষ করুক। পরীক্ষা শেষে সে কি করতে চায় তার সাথে আলাপ করে আমরা সে ব্যবস্থা নেব।

Exit mobile version