parbattanews

পাষণ্ড স্বামীর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে নির্যাতিত গৃহবধূর সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

যৌতুক লোভী পাষণ্ড স্বামী আবু তাহের রাজুর শাস্তির দাবিতে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে নির্যাতিত গৃহবধূ নুর হাওয়া বেগম জুলি।

শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নুর হাওয়া বেগম জুলি অভিযোগ করেন,২০০৫ সালে জেলার মাটিরাঙার গোমতির বাসিন্দা হুদা মিয়ার ছেলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী আবু তাহের রাজু নানা অজুহাতে মোটা অংকের যৌতুকের জন্য নির্যাতন চালিয়ে আসছিল। সর্বশেষ তাকে চাকুরির জন্য নগদ চার লাখ টাকা দেওয়ার পর সে এক নাবালিকাকে গোপনে বিয়ে করার পর তার উপর আরো নির্যাতন বেড়ে যায়।

এক পর্যায়ে  নুর হাওয়া বেগম জুলিকে পিটিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। এ নিয়ে মামলা করার পর এখন মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিচ্ছে। সে এখন চার বছরের এক কন্যা সন্তানকে নিয়ে জেলার গুইমারায় বাপের বাড়িতে নিরাপত্তাহীনতই দিন পার করছে।

Exit mobile version